'দ্রুতই বড় ট্রফি জিতবে বাংলাদেশ'- - ads24bd.com

সর্বশেষ


Friday, December 27, 2019

'দ্রুতই বড় ট্রফি জিতবে বাংলাদেশ'-


 অনলাইন ডেস্কঃ
নানাবিধ সমস্যায় বাংলাদেশের ক্রিকেট এখন জর্জরিত। মাঠের পারফর্মেন্সের অবস্থা খুবই খারাপ। বোর্ড-ক্রিকেটারদের সম্পর্ক সুবিধার নয়। সাকিব আল হাসান আছেন নিষেধাজ্ঞায়। দর্শকরাও এবার বিপিএল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্সে যেমন দৈন্যদশা, মাঠের বাইরে নানা বিতর্কে জেরবার দেশের ক্রিকেট। এর মাঝেও আশার আলো দেখতে পাচ্ছেন পাকিস্তানি অভিজ্ঞ অল-রাউন্ডার শোয়েব মালিক। দ্রুতই তিনি বাংলদেশের ঘরে ট্রফিও দেখতে পারছেন!
আসলে কোনো দেশে খেলতে গিয়ে সেই দেশের ক্রিকেট সম্পর্কে ভালো কথাই বলে থাকেন সবাই। কারণ এটা ভদ্রতা। যে মানিসকা থেকেই হোক না কেন, বিপিএল খেলতে আসা শোয়েব মালিক আজ সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশ জাতীয় দলের দিকে যদি তাকান, এমনকি 'এ' দল ও অনূর্ধ্ব-১৯ দল, সবাই পারফর্ম করছে। তার মানে এই দেশের ক্রিকেট সঠিক পথেই আছে। আমি আশা করি, যেভাবে বাংলাদেশের ক্রিকেট এগোচ্ছে, শিগগিরই বাংলাদেশ বড় কোনো ট্রফি জয়ের স্বাদ পাবে।'
চলতি বিপিএল মোটেও দর্শক পাচ্ছে না। ক্রিকেটারদের পারফর্মেন্স, সাকিবের নিষেধাজ্ঞা, বোর্ডের ওপর ক্ষোভ, টিকিটের দামসহ নানা কারণে দর্শকরা খেলা দেখতে মাঠে আসছেন না। সোশ্যাল সাইটে রীতিমতো ঘোষণা দিয়ে অনেকেই এবার বিপিএল বর্জন করছেন। কিন্তু রাজশাহী রয়্যালসের হয়ে খেলতে আসা শোয়েব বলেন, 'বিপিএল ভালো লিগগুলোর একটি। প্রতি বছরই আগের চেয়ে ভালো হচ্ছে। যে কোনো দেশের ক্রিকেটের জন্যই এটি ভালো খবর। প্রতি বছর উন্নতি হচ্ছে, তার মানে সবকিছু ঠিক পথেই এগুচ্ছে।'

Post Bottom Ad

Responsive Ads Here

Pages