দেশের সবচেয়ে লম্বা ব্যক্তি জিন্নাত আলী আর নেই। - ads24bd.com

সর্বশেষ


Tuesday, April 28, 2020

দেশের সবচেয়ে লম্বা ব্যক্তি জিন্নাত আলী আর নেই।


নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের সবচেয়ে লম্বা ব্যক্তি কক্সবাজারের রামুর বাসিন্দা মোঃ জিন্নাত আলী( ৩০)আর নেই।
সোমবার (২৭ ই এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বড় ভাই জানান,শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নত আলী। এ কারণে সে অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে উঠেছেন। সম্প্রতি মস্তিষ্ক টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়। হাসপাতালে নিউরো  সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে গতকাল সকাল ৮ টার দিকে (চমেক)হাসপাতালে অধ্যাপক ড.নোমান খালেদ চোধুরী বলেছেন,নিউরো সার্জারিতে যখন আনা হয় তখন তিনি অজ্ঞান ছিলেন। ওনার পরিস্থিতি এতই জটিল যে,তার আর জ্ঞান ফেরার সম্ভবনা নেই। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট আছেন। ওনার মস্তিষ্কের টিউমার আছে এবং সেটা খুবই বড়। এই মুহূর্তে টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ ডিভিকাল্ট এবং কোন সম্ভাবনা নেই বললেই চলে।
প্রসঙ্গত,প্রায় দেড় বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী।
সে সময় জিন্নাতের চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ও মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাহকে তার এলাকায় একটি দোকান ও করে দেওয়া হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages