দীর্ঘ ১০ বছর পর সাভারের ভোটের রাজনীতিতে ফিরলেন সাবেক সাংসদ মুরাদ জং - ads24bd.com

সর্বশেষ


Tuesday, December 19, 2023

দীর্ঘ ১০ বছর পর সাভারের ভোটের রাজনীতিতে ফিরলেন সাবেক সাংসদ মুরাদ জং

 


নিজস্ব প্রতিনিধি :

দীর্ঘ ১০ বছর পরে সাভারের ভোটের রাজনীতিতে ফিরলেন সাবেক সাংসদ  তালুকদার তৌহিদ জং ওরফে  মুরাদ মুরাদ জং। 

মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সাভারের শিমুল তলায় দরবারে জং ভবনের সামনের সড়কে হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নেয় তাদের ইচ্ছে প্রিয় নেতা কে একটি বার দেখবেন। দীর্ঘ ১০ বছর সকল আলোচনা আর রাজনীতির মাঠ থেকে অনেকটা দূরে তাদের নেতা।২০১৩ সালে রানা প্লাজা ধষের দরুন ২০১৪ সালে আওয়ামীলীগের মনোনয়ন পাননি তিনি। ২০১৮ইং সালেও নৌকার মনোনায়ন চেয়ে বঞ্চিত হয়ে নিশ্চুপ ছিলেন তিনি। কিন্তু এবার ফিরলেন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে  ঢাকা-১৯ তথা সাভার আশুলিয়ার স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে, পেলেন ঈগল প্রতীক, এবারও চেয়েছিলেন আওয়ামীলীগের দলীয় মনোনায়ন, না পেয়ে বেছে নিলেন স্বতন্ত্র পদটি। অবশেষে গত১৮-১২-২৩ইং তারিখে বন্টন হলো নির্বাচনি প্রতিক। পেলেন ঈগল প্রতিক গেলেন আশুলিয়ার টঙ্গাবাড়িতে পিতা মরহুম সাবেক আওয়ামীলীগের এমপি আনোয়ার জং এর কবর জিয়ারতে আর ১৯শে ডিসেম্বর সাভারে নির্বাচনী অফিস উদ্বোধনে এলেন মুরাদ জং। শুরু করলেন তার নির্বাচনি প্রচার। 

এ সময় তিনি হাজার হাজার নেতা কর্মীদের উদ্দেশ্যে মুরাদ জং বলেন, আমি নেত্রী(প্রধান মন্ত্রী শেখ হাসিনা) বারণ করায় কোন কথা বলিনি একেবারে চুপ ছিলাম। এবার আমাকে নেত্রী নির্দেশ দিয়েছেন আসো দেখাও তোমার জনপ্রিয়তা। আমি এসেছি এবার আপনারা আমাকে আপনাদের মাঝে আবারো মিলেমিশে আপনাদের জন্য কাজ করার সুযোগ দিন।  এ সময় তিনি আরো বলেন রানা প্লাজা আমার বিল্ডিং নয় আমি তার কেউ নই তবু রানা প্লাজাকে নিয়ে আমাকে জড়িয়ে সাভার আশুলিয়ার জনগণের থেকে দুরে সরিয়ে রাখা হয়েছে। এখন সময় এসেছে এবার আসেন আপনারা সবাই এক্যবদ্ধভাবে আমার ঈগল প্রতিককে জয়ের জন্য কাজ করি। এসময তিনি আরো বলেন, যেমনিভাবে আপনারা আমাকে ২০০৮ইং সালে দেশের সর্বোচ্চ ভোটের জয়ী করেছেন আশারাখি এবারও তার ব্যাতিক্রম হবে না।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages