মিয়ানমারে জান্তার ৬২ সেনা নিহত - ads24bd.com

সর্বশেষ


Monday, February 5, 2024

মিয়ানমারে জান্তার ৬২ সেনা নিহত



আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনের (ইএও) সঙ্গে সংঘর্ষে তিন দিনে জান্তার ৬২ সেনা নিহত হয়েছে। সংঘর্ষে আরও বেশ কয়েকটি ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা।

সোমবার ইরাবতির খবরে বলে হয়, সাগাইং, মাগউই ও মান্দালে অঞ্চল এবং কাচিন ও কারেন প্রদেশে হতাহত ও ঘাঁটি দখলের ঘটনা ঘটেছে। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পিডিএফের হোমালিন গ্রুপ জানিয়েছে, মিয়ানমারের শাসক বাহিনী গত শনিবার সাগাইং অঞ্চলের হোমলিন টাউনশিপের শোয়ে পাই আয়ে শহরকে পরিত্যক্ত ঘোষণা করে চলে যায়। পরে পিডিএফ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেয়।

পিডিএফ বাহিনী গত বছরের ২২ নভেম্বর হোমলিন দখল করেছিল। পরে গত ২৬ জানুয়ারি থেকে প্রায় ৪০০ সেনা সদস্য এবং তাদের মিত্র শান্নি ন্যাশনালিটিস আর্মি (এসএনএ) শহরটি পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়। সামরিক জান্তার ফেলে যাওয়া এলাকায় ১৫ জনের মরদেহ উদ্ধার করে। আহত হয় আরও ৪০ সেনা সদস্য।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages