আশুলিয়ায় ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার - ads24bd.com

সর্বশেষ


Monday, April 22, 2024

আশুলিয়ায় ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার



নিজস্ব প্রতিনিধি :

আশুলিয়া এলাকা হতে ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলার প্রধান আসামি ডাকাত সর্দার হাসানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। সম্প্রতি রাতে একটি অস্ত্রধারী ডাকাত দল সাভার এলাকার একটি বাড়ির ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরে থাকা ব্যক্তিদের হাত, পা, মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের চেইন, আংটি, কানের দুলসহ ৬ ভরি স্বর্ণের গহনা ডাকাতি করে পালিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী বাদী হয়ে ফরিদপুর জেলার সালথা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

র‍্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানা চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলার প্রধান আসামি ডাকাত সর্দার মো. হাসান মোল্যাকে (৪০) গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আন্তঃজেলা ডাকাত দলের একজন সর্দার ও সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দলও রয়েছে।

তিনি জানিয়েছেন, ঢাকার সাভার, আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, নাটোর জেলার বিভিন্ন এলাকায় প্রবাসী ও বিত্তশালীদের বাড়ি টার্গেট করে তার দলের সদস্যরা ডাকাতির জন্য মার্কিং করে।

পরবর্তীতে তারা সুকৌশলে গভীর রাতে বাড়িতে প্রবেশ করে ঘরে থাকা ব্যক্তিদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা পয়সা, স্বর্ণের গহনাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও নাটোর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages