গুম-নিপীড়নে জড়িতদের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি গঠন - ads24bd.com

সর্বশেষ


Saturday, June 3, 2023

গুম-নিপীড়নে জড়িতদের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি গঠন



নিজস্ব প্রতিনিধি :

গায়েবি মামলা, মিথ্যা মামলা, গুম, খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগসহ গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা প্রদানকারীদের তথ্যাদি সংগ্রহ যেমন সহিংসতায় লিপ্ত ব্যক্তিদের নাম ও ভিডিও-অডিও রেকর্ড, ফটোগ্রাফ ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য একটি ‘তথ্য সংগ্রহ কমিটি’ গঠন করেছে বিএনপি। 

এই কমিটি সংগৃহীত তথ্য পরীক্ষা ও পর্যালোচনা করে যথাসমীচীন ব্যবস্থা গ্রহণের জন্য তা সংরক্ষণ করবেন।

দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদানকারী ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ কমিটি—

১। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-আহ্বায়ক, সিনিয়র যুগ্ম মহাসচিব-বিএনপি

২। হাবিব-উন-নবী খান সোহেল-সদস্য, যুগ্ম মহাসচিব-বিএনপি

৩। শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী-সদস্য, প্রচার সম্পাদক-বিএনপি

৪। মীর সরফত আলী সপু-সদস্য, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক-বিএনপি

৫। আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল-সদস্য, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি

৬। বজলুল করিম চৌধুরী আবেদ-সদস্য, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি

৭। আকরামুল হাসান-সদস্য, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি

৮। মো. আবদুস সাত্তার পাটোয়ারী-সদস্য, সদস্য, (দপ্তরে সংযুক্ত) জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি

৯। ফজলুর রহমান খোকন-সদস্য, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি

১০। ইকবাল হোসেন শ্যামল-সদস্য, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি

১১। কামরুজ্জামান দুলাল-সদস্য, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা)-যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি

১২। রফিকুল ইসলাম-সদস্য, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটি

১৩। মো. মাহবুবুর রহমান-সদস্য

১৪। সালাহ উদ্দিন খান-পিপিএম-সদস্য

Post Bottom Ad

Responsive Ads Here

Pages